Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুলাই ২০২২

কক্সবাজার জেলার সদর উপজেলায় পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের উপজেলা কর্মশালা সম্পন্ন।


প্রকাশন তারিখ : 2022-06-26
বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ স্থানীয় সরকার বিভাগের আওতায় সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ও সুশীলন এর সহযোগিতায় “পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ” শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক ভালো শিখন চিহ্নিতকরণ কর্মশালা ২৬-০৬-২০২২ ইং রবিবার সকাল ১১.০০ টায় সদর উপজেলার উপজেলা পরিষদ সভাকক্ষে সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জনাব সালহে আহমদ মোজাফফর, মহাপরচিালক (অতরিক্তি সচবি), জাতীয় স্থানীয় সরকার ইনস্টটিউিট (এনআইএলজি), কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসরাত হোসেন খান, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জাতীয় স্থানীয় সরকার ইনস্টটিউিট (এনআইএলজি), জনাব কায়সারুল হক জুয়েল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর, কক্সবাজার এবং সহকারী প্রকল্প পরিচালক জনাব মোঃ ইমরানুর রহমান । কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাকারিয়া, উপজলো নর্বিাহী অফসিার, সদর উপজেলা, কক্সবাজার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমী, সদর উপজেলা, জনাব মোঃ জিল্লুর রহমান এবং প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের ফিস্যান্স এ্যাসোসিয়েট জনাব এ বি এম ওবায়দুল হক, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন এসোসিয়েট রাইয়ান সাব্বির সহ ১০ টি ইউনিয়ন পরিষদের ৪৪ জন নির্বাচিত প্রতিনীধি এবং ইউপি সচিবগণ।
কর্মশালার শুরুতে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সুশীলনের উপ-পরিচালক মোঃ রফিকুল হক।
পরবর্তীতে দলীয় কাজের মাধ্যমে ভাল শিখন চিহ্নিত করণ, গনতান্তিক প্রকৃয়ায় উপস্থিত অংশগ্রহন কারিদের ভোটের মাধ্যমে ৬ টি ভাল শিখন নির্বাচন এবং কর্মপকিল্পনা চুড়ান্তকরনের মাধ্যমে দিন ব্যাপী এ কর্মশালা সম্পন্ন হয়।
১০ টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থাপিত ৩০ টি ভাল শিখনগুলোর মধ্য থেকে সেরা ৬ টি ভাল শিখন ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। এগুলো হলঃ
১. যানজট নিরসনের জন্য গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা। (চৌফলদন্ডী ইউনিয়ন)
২. কমিউনিটি ক্লিনিকে নিরাপদ প্রসব সেবার ব্যবস্থা করা। (খুরুশকুল ইউনিয়ন)
৩. স্কুলের ছাত্র ছাত্রীদের দুপুরের খাবার আনার জন্য টিফিন বক্স বিতরণ। (খুরুশকুল ইউনিয়ন)
৪. সড়ক আলোকায়ন। (জালাবাদ ইউনিয়ন)
৫. কৃষিপন্য সংগ্রহ কেন্দ্র। (ইসলামাবাদ ইউনিয়ন)
৬. স্থায়ী প্লাকার্ডের মাধ্যমে ১০ টি নেতীবাচক বিষয়কে না বলুন। (পোকখালী ইউনিয়ন)