বাংলাদেশে এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের পিএমইউ, সহায়ক সংস্থা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে ভার্চুয়াল আলোচনা সভা সম্পন্ন।
প্রকাশন তারিখ
: 2022-04-18
বাংলাদেশে এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের প্রকল্প কার্যক্রমের বিষয়ে সহায়ক সংস্থা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে ১৭ এপ্রিল, ২০২২ একটি সফল ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প পরিচালক জনাব মোঃ ইসরাত হোসেন খান (যুগ্ম-সচিব) এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জনাব মনিকা মিত্র, সহকারি প্রকল্প পরিচালক জনাব মোঃ ইমরানুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক জনাব ড. আবুল কালাম শরীফউল্লাহ। উক্ত সভায় আরো যুক্ত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ও প্রিপট্রাস্ট্রের ভাইস চেয়ারম্যান অ্যারোমা দত্ত সহ এইচএলপি বিশেষজ্ঞ শান্তনু লাহিড়ি, জনাব শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (জিওবি) ও এইচএলপি বিশেষজ্ঞ। ওয়াটারএইডের পরিচালক-নীতি ও অ্যাডভোকেসি-জনাব পার্থ হাফেজ শেখ। মিসেস রোকসানা সুলতানা, নির্বাহী পরিচালক-ব্রেকিং দ্য সাইলেন্স।সহযোগী এজেন্সি থেকে আরো যুক্ত ছিলেন- জনাব মাহফুজুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক-ওয়াটারএইড বাংলাদেশ, জনাব মোঃ জাহিদুল ইসলাম প্রোগ্রাম ম্যানেজার-ব্রেকিং দ্য সাইলেন্স, জনাব শাহরিয়ার মান্নান, প্রকল্প ব্যবস্থাপক-হেলভেটাস বাংলাদেশ, জনাব আশিক আচায্য, ফিল্ড এক্সপার্ট-প্রিপ ট্রাস্ট, জনাব মোঃ মুজাহিদুল ইসলাম, প্রজেক্ট কোর্ডিনেটর-সুশীলন উপস্থিত ছিলেন এছাড়াও উন্নয়ন সহযোগীর কর্মকর্তারাও যুক্ত ছিলেন। উক্ত ভার্চুয়াল সভায় এইচএলপির পিএমইউ ইউনিটের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।