Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ এপ্রিল ২০২১

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদে জনগনের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত এ্যাম্বুলেন্স সেবা প্রদানের মাধ্যমে এইচএলপির ভালো চর্চার যাত্রা শুরু।


প্রকাশন তারিখ : 2021-04-17
 
বিগত ১৭ই মার্চ, ২০২১ ইং তারিখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিনে দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান আক্তার এর সভাপতিত্বে, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জানে আলম ও বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরাফাত রহমান এবং ইউনিয়নের সর্বস্তরের জনগনের উপস্থিতিতে জনগনের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত এ্যাম্বুলেন্স সেবা প্রদানের আনুষ্ঠানিক উদ্ভোধনের মাধ্যমে এইচএলপির ভালো চর্চার যাত্রা শুরু করা হয়।
ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান আক্তার বললেন, ‘দুবছর আগে তিনি ১০ হাজার টাকা দিয়ে তহবিল চালু করেছিলেন। তারপর পরিষদের সব সদস্য, কর্মকর্তা-কর্মচারী এমনকি গ্রাম পুলিশেরাও টাকা দিয়েছেন। যাঁরা বিভিন্ন ভাতা ভোগ করেন, তাঁদেরও বুঝিয়ে টাকা দিতে বলা হয়। তাঁরা টাকা দিয়েছেন। সর্বমোট ১ হাজার ৪৯৯ জন ব্যক্তির নাম লেখা আছে দাতা হিসেবে। ’তিনি আরও বলেন, ‘কেউ কেউ বলেছেন টাকা কেন দিতে হবে? কেউ কেউ তাচ্ছিল্য করেছেন। তাঁদেরও বিষয়টা বোঝানো হয়েছে। পরে তারাও টাকা দিয়েছেন। আবার কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে টাকা দিয়েছেন। একজন সর্বনিম্ন ৪৫ টাকা পর্যন্ত দিয়েছেন এ তহবিলে। মোট ১৫ লাখ টাকা উঠেছে। এর মধ্যে ৯ লাখ ৫০ হাজার টাকায় অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। বাকি টাকা এখনো তহবিলে আছে। অ্যাম্বুলেন্স কিনতে যাওয়া থেকে অন্যান্য খরচ এ তহবিল থেকে করা হয়নি।’ ইউনিয়নবাসীর উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘আপনার বাড়ির সামনে দিয়ে অ্যাম্বুলেন্স গেলে আপনি বুক উঁচিয়ে বলবেন, আমার টাকায় কেনা অ্যাম্বুলেন্স যাচ্ছে।’
চেয়ারম্যান মহোদয় এই চর্চাটি আজীবন জনকল্যাণে সচল রাখার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের এই ভালো চর্চাটি ছড়িয়ে পড়ুক এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে, সর্বোপরি সারা বাংলাদেশে। মানব সেবার এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করুন স্থানীয় সরকারের প্রতিটি প্রতিষ্ঠান।