Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st নভেম্বর ২০২০

এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প অবহিতকরণ শীর্ষক কর্মশালা বিগত ০৮-১০-২০২০ ইং তারিখে পটুয়াখালী জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে।


প্রকাশন তারিখ : 2020-10-11

‘বাংলাদেশে পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প (এইচএলপি)' শীর্ষক 'অবহিতকরণ কর্মশালা' পটুয়াখালী জেলায় বিগত ০৮-১০-২০২০ ইং তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: বোরহান উদ্দিন ভূঞা, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশে পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প (এইচএলপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি. এম. সরফরাজ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক, সহকারি প্রকল্প পরিচালক, পটুয়াখালী জেলাস্থ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিশু-কিশোর সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো: বোরহান উদ্দিন ভূঞা মহোদয় তাঁর বক্তব্যে পারস্পরিক শিখন কর্মসূচির পটভূমি, উদ্দেশ্য ও দীর্ঘ মেয়াদি প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং দিনব্যাপী অবহিতকরণ কর্মশালার শুভ উদ্বোধন করেন।

পরবর্তীতে প্রকল্পের উদ্দেশ্য, কর্মপরিধি এবং কার্যক্রম বাস্তবায়নে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।