Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০২১

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের উপজেলা কর্মশালা সম্পন্ন।


প্রকাশন তারিখ : 2021-11-08

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও গাজিপুর জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে গত ৩০ অক্টোবর ২০২১ ইং কালীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে “পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ” শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক ভালো শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএলপি প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক জনাব মনিকা মিত্র। বেসরকারী সংস্থা বাসা’র প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ সাইদুল ইসলামের পরিচালনায় কর্মশালায় সংগঠনটির জৈষ্ঠ্য কর্মসূচী কর্মকর্তা দীপক চক্রবর্তী, ওয়াটার এইড’র প্রকল্প ব্যবস্থাপক মাহফুজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।  এ সময় উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য, প্রকল্পে কর্মরত বিভিন্ন  কর্মকর্তা ও  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোয়াজ্জেম হোসেন, চেয়্যারম্যান, উপজেলা পরিষদ কালীগঞ্জ। প্রকল্পটি বাস্তবায়নে এনআইএলজিকে আর্থিক সহায়তা প্রদান করছে সুইজারল্যান্ড সরকার।  মাঠ পর্যায়ে ওয়াটারএইড বাংলাদেশ ও বাসা ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয় এবং ৬ টি ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত শিখনসমূহের মধ্য থেকে ৫ টি ভাল কাজকে ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়।