এইচএলপির ৩য় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভা এনআইএলজির মাননীয় মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সালেহ আহমেদ মোজাফফর মহোদয়ের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। উক্ত সভায় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জনাব বোরহান উদ্দিন ভূঁইয়া, উপ-প্রকল্প পরিচালক জনাব মনিকা মিত্র, সহকারি প্রকল্প পরিচালক জনাব মোঃ ইমরানুর রহমান সহ সংশ্লিষ্ঠ বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসডিসি এর প্রোগ্রাম ম্যানেজার (গভর্ন্যান্স) জনাব মোঃ সাইদুর রহমান মোল্লা এবং এসডিসি এর সিনিয়র পরামর্শক জনাব শান্তনু লাহেড়ী এসডিসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন।প্রকল্পটি এখন সম্পূর্নরুপে কার্যকর রয়েছে এবং এটা আশা করা যায় যে, প্রকল্পটি সম্পন্ন করার পর পারস্পরিক শিখন কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া সম্ভব হবে।