Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ এপ্রিল ২০২২

বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় এনআইএলজিতে অনুষ্ঠিত বুনিয়াদী প্রশিক্ষণের বিভিন্ন ব্যাচে অংশগ্রহণকারী ইউপি সচিবদের মধ্যে ভাল ফলাফল অর্জনকারী ইউপি সচিবদের নিয়ে মৌলভীবাজার জেলায় “পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সফর” সম্পন্ন।


প্রকাশন তারিখ : 2022-04-10

জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভালো শিখন চিহ্নিত করা হয়েছে। চিহ্নত ভালো শিখনগুলো সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন ও পরবর্তীতে সেগুলো নিজ এলাকায় রূপায়ন/বাস্তবায়নের লক্ষ্যে “বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ” প্রকল্পের আওতায় এনআইএলজি’তে অনুষ্ঠিত ইউপি সচিবদের বুনিয়াদী প্রশিক্ষণে ভালো ফলাফল অর্জনকারী প্রশিক্ষণার্থীগণের জন্য ৩০ মার্চ থেকে ০১ এপ্রিল, ২০২২ খ্রি. পর্যন্ত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এবং শ্রীমঙ্গল উপজেলার কালাপুর  ইউনিয়ন পরিষদে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সফর আয়োজন করা হয়। 

নিজবাহাদুরপুর ইউপি’র ভালো শিখনসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল:

- অনলাইন সনদপত্র বিতরণ (নাগরিক, উত্তরাধিকারী ও প্রত্যায়ন)।
- ইউনিয়ন অফিস ভবনে সৌর বিদ্যুৎ (১০০০ ওয়াট) স্থাপন।

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর  ইউনিয়নের চিহ্নিত ভালো শিখনটি হল:

-ইউনিয়ন পরিষদের সেবা সংক্রান্ত তথ্য পত্র প্রকাশ। 

প্রকল্প পরিচালক জনাব মোঃ ইসরাত হোসেন খান (যুগ্ম-সচিব) এর সভাপতিত্বে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহণ করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জনাব মনিকা মিত্র, সহকারি প্রকল্প পরিচালক জনাব মোঃ ইমরানুর রহমান সহ এনআইএলজি’র সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মঈনুল হোসেন এবং জনাব এ জেহাদ সরকার এবং এইচএলপির পিএমইউ ইউনিটের কর্মকর্তাগণও অংশগ্রহণ করেন। 

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সফরে নির্বাচিত ২০ টি ইউনিয়ন পরিষদের সচিববৃন্দও অংশগ্রহণ করেন। অভিজ্ঞতা বিনিময় সফরে ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ সরাসরি ভালো শিখনগুলো সম্পর্কে অভিজ্ঞতা অজর্নের পাশাপাশি পরবর্তীতে উক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে স্ব স্ব ইউপি’তে ভালো শিখন বাস্তবায়ন করার অশাবাদ ব্যক্ত করেন।