Wellcome to National Portal
  • 2024-08-13-06-07-a5340c55e93aec292800e400d9d94d1f
  • 2024-08-13-06-08-4c5ea91c974ec3d49deb457cb2ce6295
  • 2024-08-13-06-09-040ed2cbe98304a3bb1cd8854374f02c
  • 2024-08-13-06-14-c861dcdc3dd6585b79f3160f544bd1eb
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০২১

আশাশুনিতে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণের অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন।


প্রকাশন তারিখ : 2021-09-18

বিগত ১৬ সেপ্টেম্বর, ২০২১ রোজ বৃহস্পতিবার স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং আশাশুনি ও শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সহযোগিতায় উক্ত অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

আশাশুনি উপজেলা থেকে শ্যামনগর উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়েছে। উক্ত সফরে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী সহ উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আশাশুনি উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সফর পৃথকভাবে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়। এসময় ভুরুলিয়া ইউনিয়নে পরিষদের মাধ্যমে বাস্তবায়িত “প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যায়ামাগার স্থাপন” বুড়িগোয়ালিনী ইউনিয়নের “নারীবান্ধব ও মাতৃদুগ্ধ কর্নার স্থাপন” এবং ” ছাদ কৃষি ও জৈব কম্পোষ্ট পদ্ধতিতে সার উৎপাদন কার্যক্রম” সরেজমিনে পরিদর্শন করেন। এসময় শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন টিমের সাথে যুক্ত হন এবং ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত ভালো কাজ গুলো কখন , কিভাবে বাস্তবায়ন হচ্ছে এবং বর্তমানে কিভাবে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করেন।

সরেজমিনে পরিদর্শন শেষে সফরকারী আশাশুনি ইউনিয়নের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ একটি পরিকল্পনা প্রণয়ন করেন। পরিকল্পনায় নিজ নিজ ইউনিয়নে আগামী অর্থবছরে এই সকল কাজগুলো কিভাবে রেপ্লিকেট করবেন তা নির্ধারণ করেন।

ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, স্পা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান টিটু, সাপোর্ট স্টাফ মো. শিমুল হোসেন অভিজ্ঞতা বিনিময়ের সফরে অংশগ্রহণকারীদেরকে সহযোগিতা করেন।

2021-09-18-08-42-37600fddeab48e4c264fdd6d4d71ba16 2021-09-18-08-58-a70faa407411adcc41ad6a5903a316c9

2021-09-18-08-58-e0b42faa72e33c0878a99d7418267806 2021-09-18-08-58-aa0eca75e5e867576ca48ad05f06bcdc

2021-09-18-08-59-34c6473f5e1dbd9786d54d19067e8e37 2021-09-18-08-59-9985982577f66e893b9c8e6b82d9c388

2021-09-18-09-00-6120bb4438900b7d261ac05eef1f75f3 2021-09-18-09-00-bf45dfe9ceffecba052804ad26b02515

2021-09-18-09-01-4fcd9d25d061ccaf5bda75fa36dc40e2 2021-09-18-09-01-f3a457710718e75299f9c255aa5b00c1

2021-09-18-09-01-2c6476ea9a2cedfbba9484a5b4888c4a 2021-09-18-09-02-277626bd9c684d1de562babf99318605