Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২১

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এইচএলপির ভালো শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2021-09-27

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও পুঠিয়া উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে গত ০৯ সেপ্টেম্বর ২০২১ ইং পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে “পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক ভালো শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোঃ আনিছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সাধারণ ইউপি সদস্য এবং সংরক্ষিত ইউপি সদস্যসহ মোট ৫০ জন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, রাজশাহী জনাব সাহানা আক্তার জাহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জি এম হিরা বাচ্চু। প্রকল্পটি বাস্তবায়নে এনআইএলজিকে আর্থিক সহায়তা প্রদান করছে সুইজারল্যান্ড সরকার।  

 

উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা পুঠিয়া থানা, জনাব মো সোহরাওয়ার্দী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান, পুঠিয়া উপজেলা জনাব মৌসুমী রহমান, ভাইস চেয়ারম্যান পুঠিয়া, জনাব আব্দুল মতিন মুকুল প্রমূখ।  ওয়াটারএইড বাংলাদেশ ও ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় পুঠিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত শিখনসমূহের মধ্য থেকে ৫টি ভাল কাজকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।

 

এগুলো হলঃ

১.     শিলমারিয়া ইউনিয়ন পরিষদ তহবিল হতে সাধনপুর কমিউনিটি ক্লিনিকের সাথে আলাদা বিল্ডিং নির্মান করে মাতৃ ও শিশু সেবা বৃদ্ধিসহ নরমাল ডেলিভারী চালু করা হয়েছে এবং গর্ভবতী মায়েদের সুবিধার জন্য একটি মোবাইল ফোন যা সার্বক্ষনিক চালু রাখা এবং একটি চার্জার ভ্যান প্রদান করা হয়েছে। সব ইউনিয়নের গর্ভবতী মায়েদের জরুরী সেবা প্রদানের জন্য একটি এম্বুল্যান্স ডাইভারসহ ইউনিয়ন পরিষদে আছে। যার ফোন নাম্বার সকল সেবা কেন্দ্রে দেয়া আছে।

২.     ভাল্লুকগাছি ইউনিয়নের চাষীরা ৬টি বিলের জলাবদ্ধতা নিরষনে ড্রেন খনন করে এর ফলে ১৫ হাজার চাষীর দুই হাজার হেক্টক জমির ফসল রক্ষা করে নতুন পথের সন্ধান পেয়েছে (২৫০মিটার দৈর্ঘ্য ড্রেন)।

৩.     জিইপাড়া ইউনিয়ন চত্তরে মাতৃ দুগ্ধ খাওয়ানোর কেন্দ্র তৈরী।

৪.     বেলপুকুরিয়া ইউনিয়নে বাল্য বিবাহ শূন্যের কোটায় নামানো।

৫.     ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির দরিদ্র সন্তানদের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ  সরবরাহ।