গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলায় এনআইএলজি'র কর্মকর্তাগণের পারস্পরিক শিখন শিক্ষা সফর অনুষ্ঠিত
প্রকাশন তারিখ
: 2021-03-18
কনসেপ্ট: স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের (ইউনিয়ন পরিষদ) রাজস্ব বৃদ্ধিতে পর্যটন শিল্প/প্রতিষ্ঠানসমূহের ভূমিকা।
আউটপুট: ক) পর্যটন শিল্প/প্রতিষ্ঠানসমূহ গড়ে উঠার পূর্ববর্তী এবং পরবর্তী রাজস্ব বৃদ্ধির তুলনামূলক চিত্র। খ) পর্যটন শিল্প/এলাকায় ইউনিয়ন পরিষদের ভালো শিখনগুলোর রুপায়ন। গ) পার্বত্য এলাকায়, পর্যটন শিল্প/প্রতিষ্ঠানসমূহের উপার্জনের একটি নির্দিষ্ট অংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে প্রেরণের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি পেতে পারে। ঘ)এ সংক্রান্ত বিষয়ে একটি গবেষণা পরিচালনা হতে পারে। প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে একটি নীতিমালা প্রণয়ন করা যেতে পারে।