সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুন ২০২২
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের উপজেলা কর্মশালা সম্পন্ন।
প্রকাশন তারিখ
: 2022-05-23
বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ স্থানীয় সরকার বিভাগের আওতায় সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ২৩ মে, ২০২২ ইং তারিখে সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে “পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ” শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক ভালো শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আমিনুল ইসলাম (টুটুল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপজেলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল সহ কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার- কালীর বাজার, আমড়াতলী, পাঁচথুবী, জগন্নাথপুর, দুর্গাপুর উত্তর এবং দুর্গাপুর (দক্ষিন) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি মেম্বার এবং সংরক্ষিত মহিলা সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এইচএলপি-উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়।
এছাড়াও কর্মশালায় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের লার্নিং এন্ড এডভোকেসী এসোসিয়েট এস. এম. রুহুল আবরার সহ উন্নয়ন সহযোগীর কর্মকর্তারা।
এইচএলপি উপাজেলা কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রিপ ট্রাস্টের ট্রেনিং এক্সপার্ট আশীষ কুমার আচার্য্য। বর্তমানে কুমিল্লা জেলায় সহযোগি প্রতিষ্ঠান ‘প্রিপ ট্রাস্টের’ এর মাধ্যমে প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম গুলো বাস্তবায়ন হচ্ছে।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন শেষে ৬টি ইউনিয়ন পরিষদের ভালো শিখনগুলো উপস্থাপন, গ্যালারী ওয়াক এর মাধ্যমে সকল ইউনিয়ন পরিষদ হতে সর্বমোট ৩১ টি ভালো শিখন চিহ্নিতকরণ করা হয় । পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যান এর উপস্থিতে উন্মুক্ত ভোটিং এর মাধ্যমে ০৫ টি ভালো শিখন নির্বাচন করা হয় ।
১. বিভিন্ন স্কুলের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরন (পাঁচথুবী ইউনিয়ন)
২. কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারীর জন্য কক্ষ স্থাপন এবং বিদুৎ ও পানি সরবরাহের ব্যবস্থা করন (দুর্গাপুর উত্তর ইউনিয়ন)
৩. মাদকের কুফল সম্পর্কে অভিভাবক ও শিশুদের নিয়ে উঠান বৈঠক (আমড়াতলী ইউনিয়ন)
৪. শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের মাঝে সেনেটারী প্যাড প্রদান ও হাইজিন কর্নার স্থাপন (আমড়াতলী ইউনিয়ন)
৫. প্রতি ওয়াড হতে গৃহস্থলীর বর্জ্য অপসারণের জন্য রিক্সা-ভ্যান সরবরাহ (দুর্গাপুর উত্তর ইউনিয়ন)
পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মূল্যবান মতামত এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়।
মাননীয় উপদেষ্টা
জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
মহাপরিচালক
মোঃ আব্দুল কাইয়ূম
এইচএলপি ফোকাল কর্মকর্তা
মোহাম্মদ আবু নাসের বেগ
সামাজিক যোগাযোগ
ইনোভেশন কর্নার
জরুরি হেল্পলাইন নম্বর