Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০২১

এইচএলপি ভার্চুয়াল ওয়ার্কশপ "সাপোর্টিং এজেন্সি ওয়ার্ক প্ল্যান: চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড" বিষয়ক ওয়ার্কশপ " সাপোর্টিং এজেন্সির হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন সাথে সফলভাবে সম্পন্ন হয়েছে।


প্রকাশন তারিখ : 2021-08-29

এইচএলপি ভার্চুয়াল ওয়ার্কশপ "সাপোর্টিং এজেন্সি ওয়ার্ক প্ল্যান: চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড" শিরোনামে সাপোর্টিং এজেন্সি হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন  সাথে ২৯  আগস্ট ২০২১ এ জুম প্ল্যাটফর্মে সকাল ১১:০০ থেকে দুপুর ১:০০ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

 

ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন এইচএলপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মানিকা মিত্র এবং এনআইএলজি -এর মহাপরিচালক জনাব সালেহ আহমদ মোজাফফর প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল কর্মশালায় উপস্থিত ছিলেন। উপ-প্রকল্প পরিচালকের স্বাগত বক্তব্য দেওয়ার মাধ্যমে শুরু হয় কর্মশালার কার্যক্রম । উদ্বোধন সহ কর্মশালার প্রয়োজনীয়তা এবং পরিচালনার পদ্ধতি ব্যাখ্যা করেন এনআইএলজি মহাপরিচালক।

ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন স্বপন কুমার সরকার, কনসালটেন্ট-(এসডিসি), সেলেস্স্টিন কসচেল্স, কান্ট্রি ডিরেক্টর-হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন (সুইজারল্যান্ড থেকে সংযুক্ত), জনাব আকিরা  মুনাকাতা জাইকার উপদেষ্টা (জাপান থেকে সংযুক্ত) এবং জনাব মোঃ ইমরানুর রহমান, সহকারি প্রকল্প পরিচালক-এইচএলপি ও যুক্ত ছিলেন।

রংপুর এবং গাইবান্ধা জেলার ডিডিএলজি, ইউএনও এবং উপজেলা কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় পিএমইউ কর্মকর্তা, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন অফিসিয়াল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন এর প্রস্তাবিত এইচএলপি এলজিআই কর্মশালা বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেছিলেন জনাব শাহারিয়ার মান্নান, প্রোগ্রাম ম্যানেজার হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন। কার্যক্রমের প্রস্তাবিত পরিকল্পনা উপস্থাপনের পর, অংশগ্রহণকারী সদস্যদের প্রস্তাবিত পরিকল্পনা চূড়ান্ত করার জন্য দুইটি গ্রুপে বিভক্ত করা হয় এবং এই বিষয়ে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা হয়।

মহাপরিচালক এনআইএলজির মূল্যবান মতামত এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়।