গত ১৮-০২-২০২১ ইং তারিখ সকাল ১০.৩০ মিনিটে এনআইএলজির কনফারেন্স রুমে নির্বাচিত সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং এইচএলপির প্রকল্প ইউনিট এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতহয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এইচএলপি প্রকল্পের প্র্রকল্প পরিচালক ও পরিচালক প্রশিক্ষণ ও পরামর্শ (যুগ্ম সচিব) জনাব মোঃ বোরহান উদ্দিন ভূঞা। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সালেহ আহমদ মোজাফফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের পলিসি এডভাইজার, অতিরিক্ত সচিব (অবঃ) জনাব মোঃ শফিকুল ইসলাম এবং এইচএলপির এডভাইজার জনাব শান্তনু লাহেড়ী। সভায় প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জনাব মনিকা মিত্র, সহকারি প্রকল্প পরিচালক মোঃ ইমরানুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক ড. আবুল কালাম শরীফ উল্লাহ সহ পিএমইউএর কর্মকর্তাবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সহযোগী সংগঠনের প্রতিনিধিরা তাদের কনসোরটিয়ামের প্রতিনিধিসহ উপস্থিত থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং এইচএলপি বাস্তবায়নে নিরলস সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি তুলে ধরেন। পরিশেষে সভাপতি মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপনী ঘোষণা করা হয়।