Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০২১

খুলনা জেলার পাইকগাছা উপজেলায় পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের উপজেলা কর্মশালা সম্পন্ন।


প্রকাশন তারিখ : 2021-11-08

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে গত ০৩ নভেম্বর ২০২১ ইং পাইকগাছা উপজেলা পরিষদ হল রুমে “পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ” শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক ভালো শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সাধারণ ইউপি সদস্য, সংরক্ষিত ইউপি সদস্য, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ মোট ৫২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শিয়াবুদ্দিন ফিরোজ।

প্রকল্পটি বাস্তবায়নে এনআইএলজিকে আর্থিক সহায়তা প্রদান করছে সুইজারল্যান্ড সরকার।  ওয়াটারএইড বাংলাদেশ ও নবলোক পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত শিখনসমূহের মধ্য থেকে ৫টি ভাল কাজকে ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়।