বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ স্থানীয় সরকার বিভাগের আওতায় সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নির্ধারিত সংখ্যক সদস্য ও ইউপি সচিবগণের অংশগ্রহণে দিনব্যাপী ‘এইচএলপি-উপজেলা কর্মশালা’ ০৪-০৪-২০২২ ইং তারিখে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে সফলভাবে সম্পন্ন হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি হিসেবে জ্যুম প্লাটফর্মে যুক্ত ছিলেন উক্ত প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক জনাব মনিকা মিত্র। কর্মশালায় সভাপতি এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীমা ইয়াসমীন।
এছাড়াও কর্মশালায় এইচএলপির পিএমইউ ইউনিট থেকে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো: নাজমুল হুদা মাসুদ প্রোগ্রামার এবং লাণিং এন্ড এডভোকেসী এসোসিয়েট, জনাব এস.এম. রুহুল আবরার। স্থানীয় উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠান ‘বাসা’ এর মাধ্যমে প্রকল্পের মধুপুর উপজেলা কর্মশালাটি বাস্তবায়ন করা হয়।
পরবর্তীতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভালো শিখনগুলো উপস্থাপন, গ্যালারী ওয়াক এবং উন্মুক্ত ভোটিং এর মাধ্যমে ০৫ টি ভালো শিখন নির্বাচন করা হয় ।
১। বণ্যপ্রানীদের জন্য বিশুদ্ধ পানি ও খাদ্য সরবরাহ- কুড়াগাছা ইউনিয়ন।
২। আনারস ও কলায় ফরমালিন এবং স্প্রে বন্ধকরণ ক্যাম্পেইন-বেরীবাইদ ইউনিয়ন।
৩। দরিদ্র গর্ভবতী মহিলাদের নিরাপদ প্রসব বিষয়ে সু-স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন-৮নং আউশনারা ইউনিয়ন।
৪। বর্তমান কফি চাষ একটি জনপ্রিয় তাই কৃষকদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে ট্রেনিং এর ব্যবস্থা গ্রহণ-মহিষমাড়া ইউনিয়ন।
৫। প্রত্যেক গ্রামে বৈঠকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করে মাদক এর ব্যবহার বন্ধ করণে ব্যবস্থা গ্রহন-অরনখোলা ইউনিয়ন।
পরিশেষে নির্বাচিত ভালো শিখনগুলো পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনময় সফর পরিকল্পনার মাধ্যমে এ কর্মশালার কার্যক্রম সমাপ্ত হয়।