Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ অক্টোবর ২০২১

নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় ভালো শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2021-10-04

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও বদলগাছি উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে গত ২৮ সেপ্টেম্বর ২০২১ ইং বদলগাছি উপজেলা পরিষদ হল রুমে “পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক ভালো শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সাধারণ ইউপি সদস্য, সংরক্ষিত ইউপি সদস্য, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ মোট ৫১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, নওগাঁ জনাব উত্তম কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ শামসুল আলম খান।  

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব খালেদা আক্তার, ভাইস চেয়ারম্যান (মহিলা) বদলগাছি উপজেলা এবং জনাব ইমামুল আল হাসান, ভাইস চেয়ারম্যান, বদলগাছি উপজেলা পরিষদ । প্রকল্পটি বাস্তবায়নে এনআইএলজিকে আর্থিক সহায়তা প্রদান করছে সুইজারল্যান্ড সরকার।  

ওয়াটারএইড বাংলাদেশ ও ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বদলগাছি উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত শিখনসমূহের মধ্য থেকে ৫টি ভাল কাজকে ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়।

এগুলো হলঃ

১.বদলগাছী সদর ইউনিয়ন- পরিবেশ বান্ধব গোষ্ঠীতে পরিণত করতে পুকুরের পরিবর্তে গবাদি পশুপালনে বাঁধের পার্শ্বে বসবাসকারী ভূমিহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে পুনর্বাসন ও প্রণোদনা প্রদান।

২.বদলগাছী সদর ইউনিয়ন- মহিলা হ্যান্ডবল টিমের খুদ্র নৃ-গোষ্ঠী মেয়েদের মাঝে সাইকেল বিতরণের মাধ্যমে খেলার অনুশীলনে যাতায়াতের ব্যবস্থা করা।

৩.পাহাড়পুর ইউনিয়ন- ফুট প্রোসেসিং-এর মহিলা বিষয়ক অফিসের ট্রেইনিং-এ পাহাড়পুরের পার্শ্বে অবস্থিত ফাস্টফুডের দোকানীদের ট্রেনিং দেয়া হচ্ছে যা টুরিজম-কে ত্বরান্বিত করবে।   

৪.পাহাড়পুর ইউনিয়ন- জাইকা থেকে প্রতিবছর ৫০ লক্ষ টাকার উন্নয়নমূলক প্রকল্প গঠনের জন্য প্রাপ্ত অর্থ সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল প্ল্যান্ট স্থাপনের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

৫.বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ী, বলরামপুর, হাজিপুর, বারকালা, মাঠের পানি নিষ্কাশনের জন্য ছোট বড় ৬টি কালভার্ট নির্মাণ, যাতে প্রায় ১০০০ একর জমিতে ফসল উৎপাদন হচ্ছে।