Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুলাই ২০২১

এইচএলপি রোড ম্যাপ: চ্যালেঞ্জস এবং ওয়ে ফরোয়ার্ড" সম্পর্কিত ভার্চুয়াল কর্মশালা সম্পন্ন


প্রকাশন তারিখ : 2021-07-14
"এইচএলপি রোড ম্যাপ: চ্যালেঞ্জস এবং ওয়ে ফরোয়ার্ড" শীর্ষক একটি সফল ভার্চুয়াল কর্মশালা ১৪ জুলাই, ২০২১ তারিখে জুম প্ল্যাটফর্মে সকাল ৯.৪৫ ঘটিকায় শুরু হয়ে দুপুর ২.৩০ ঘটিকায় সমাপ্ত হয়। জনাব মোঃ বোরহান উদ্দিন ভূইয়া, প্রকল্প পরিচালক ও (যুগ্ম সচিব এবং পরিচালক প্রশিক্ষণ ও পরামর্শ) এনআইএলজির সভাপতিত্বে এনআইএলজি-র মহাপরিচালক জনাব সালেহ আহমেদ মুজাফফর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক এবং এনআইএলজির মহাপরিচালক স্বাগত বক্তব্য দিয়ে কর্মশালাটি শুরু করেন। এইচএলপি প্রকল্পের সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা, যেমন, এনআইএলজি অফিসার, এসডিসি প্রতিনিধি, এলজিডি, ইআরডি, পরিকল্পনা কমিশন, প্রোগ্রামিং বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ প্রশাসনের প্রতিনিধি, এইচএলপি বিশেষজ্ঞ, সহযোগী সংস্থা প্রধান, এমটিআর কর্মী এবং পিএমইউ কর্মকর্তারা এতে অংশগ্রহন করেন। কর্মশালায় অ্যারোমা দত্ত মাননীয় জাতীয় সংসদ সদস্য ও প্রিপট্রাস্ট্রের ভাইস চেয়ারম্যান, মিসেস রোকসানা সুলতানা, নির্বাহী পরিচালক-ব্রেকিং দ্য সাইলেন্স, জনাব শফিকুল ইসলাম, উপদেষ্টা-ওয়াটারএইড বাংলাদেশের সাবেক অতিরিক্ত সচিব-জিওবি, ফ্রিল্যান্স পরামর্শদাতা এবং এইচএলপি বিশেষজ্ঞ শান্তনু লাহিড়ী তাদের সুচিন্তিত আলোচনা ও দিকনির্দেশার মাধ্যমে কর্মশালাটিকে কার্যকরী করে তুলেন।
কর্মশালার মূল বক্তব্য “এইচএলপি রোড ম্যাপ: চ্যালেঞ্জস এবং ওয়ে ফরোয়ার্ড” এইচএলপি ধারণা, পূর্ববর্তী অর্জন, ২০২১-২০২২ অর্থবছরের জন্য আর্থিক পরিকল্পনাগুলি এবং চ্যালেঞ্জগুলি এগিয়ে যাওয়ার উপায় সম্পর্কে বিশদ আলোচনা করেন উপ-প্রকল্প পরিচালক মনিকা মিত্র এবং উপস্থাপনা করেন প্রকল্প ব্যবস্থাপক এ কে শরিফুল্লাহ। আলোচনার জন্য তিনটি গ্রুপে বিভক্ত করা হয়েছিল এবং কোভিড -১৯ পরিস্থিতিতে ভবিষ্যতে বাস্তবায়ন কৌশল প্রণয়নের জন্য, এনআইএলজি এবং এলজিডির মধ্যে এইচএলপিকে প্রাতিষ্ঠানিককরণের জন্য সুপারিশগুলি প্রণয়ন এবং সীমানা পেরিয়ে ভালো এবং সর্বোত্তম চর্চাগুলোকে বিনিময় করার জন্য। মূল অধিবেশনে উপস্থাপনা ও আলোচনা শেষে গ্রুপের সুপারিশগুলি চূড়ান্ত করা হয়। শেষ পর্যায়ে অংশ নেওয়া সমস্ত মন্ত্রণালয়, প্রতিষ্ঠান এবং অংশীদারদের প্রতিনিধিরা তাদের সমাপ্ত বক্তব্য প্রদান করেন এবং মন্তব্য করেন যে উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর ছিল। মহাপরিচালক এনআইএলজির মূল্যবান মতামত এবং প্রকল্প পরিচালকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়।