Wellcome to National Portal
  • 2024-08-13-06-07-a5340c55e93aec292800e400d9d94d1f
  • 2024-08-13-06-08-4c5ea91c974ec3d49deb457cb2ce6295
  • 2024-08-13-06-09-040ed2cbe98304a3bb1cd8854374f02c
  • 2024-08-13-06-14-c861dcdc3dd6585b79f3160f544bd1eb
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুলাই ২০২২

“বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ”এইচএলপি প্রকল্পের কর্মকর্তাগনের অংশগ্রহনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত ভালো শিখনটি সরজমিনে পরিদর্শন সম্পন্ন।


প্রকাশন তারিখ : 2022-07-14
জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের উল্লেখযোগ্য ভালো শিখন – পরিবার পরিকল্পনা খাতে বাজেট বরাদ্দ এবং গুনগত সেবার মান উন্নয়নে ধারাবাহিক কার্যক্রমটি ১৪ জুলাই ২০২২ ইং তারিখে এইচএলপি প্রকল্পের কর্মকর্তারা সহ উন্নয়ন সহযোগী সুশীলন এবং মেরী স্টোপস বাংলাদেশ এর কর্মকর্তাগন সরজমিনে পরিদর্শন করেন। উক্ত ভালো শিখনটি ৫০ এরও অধিক ইউনিয়ন পরিষদে বাস্তবায়িত এবং চলমান রয়েছে।
প্রথমে ভালো শিখনটির বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএলপি প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ ইসরাত হোসেন খান (যুগ্ম-সচিব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- জনাব মাহাতাব হোসেন সুরুজ এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা-জনাব মেহেদী হাসান সহ মেডিকেল অফিসার জনাব ওলিউল্লাহ।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এইচএলপি প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন এসোসিয়েট রাইয়ান সাব্বির এবং লার্নিং এন্ড এডভোকেসী এসোসিয়েট এস. এম. রুহুল আবরার।
মেরী স্টোপস বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ্যাডভোকেসি এ্যান্ড কমিউনিকেশন অফিসার তনুশ্রী মানজি সহ মোঃ মুজাহিদুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী, সুশীলন।
মতবিনিময় শেষে সকলের অংশগ্রহনে বরিশাল জেলার চরবাড়িয়া ইউনিয়নে ভালো শিখনে কার্যক্রমটি সরজমিনে পরিদর্শন করেন।
মতবিনিময় এবং ভালো শিখন পরিদর্শনের কার্যক্রমটি যৌথ ভাবে আয়োজন করেন সুশীলন এবং মেরী স্টোপস বাংলাদেশ।
 
2022-07-18-06-08-3802432b90b534947c27bbb0f28458ed 2022-07-18-06-09-3c5d534933d3424672d2c3bc1f280830
2022-07-18-06-09-af4718feb737dedb69f8056e7bbfc70d 2022-07-18-06-10-6874b37a3c73653fddd6756fa9f9d70a
2022-07-18-06-10-b92d1fe75bcf066e361d33ba01b7be23 2022-07-18-06-11-c0f1a3481024a28afe9f4fa59f053d54
2022-07-18-06-11-233a813827c568652df7c3568c5fc3c6 2022-07-18-06-12-3999ec613cd3ad46b30efb4ba0796be0
2022-07-18-06-12-2fc012908f6d001e9c17f422a8beb73b 2022-07-18-06-15-7971ec579adc11571420e2d3f2245ccd
2022-07-18-06-15-f8e0a6d12fc8d8d1fabb69e9d35c115f 2022-07-18-06-15-0223d358a5c4daf66d6496735b66882c
2022-07-18-06-16-4ea252adc2a9afe2a558f9735cd62ffa 2022-07-18-06-17-730b1a0092b36cee1234701fa640df88
2022-07-18-06-17-acfbbba0ff41f4cb95c44e21411b3ce3 2022-07-18-06-18-cbf9b2052c4b0f9138ee1fb7995a3f71
2022-07-18-06-18-3d6f575bee9c603e480f686aacf1f543 2022-07-18-06-19-e9db7446a5e628d3d012516a1b69e1d8
2022-07-18-06-21-61a3608ba04bda45700f0f0e25dba958 2022-07-18-06-21-41602fc29f13b46140ce6903b9f65a08
2022-07-18-06-22-efbb20cf21d96f4093d5692f26d584da 2022-07-18-06-22-79312ee6aa7b2bdd5f30ce21f70246e3
2022-07-18-06-23-a91580be61ae74f588e024af08771e09 2022-07-18-06-23-984c9d84728d783c42791577f6a21dae
2022-07-18-06-24-521368db5ba156709d8c44645eb8ed56 2022-07-18-06-24-b97de1c145bccc57293fb0f0ddfb054c
2022-07-18-06-25-e3713e5f995540ea4639c574670f7a40 2022-07-18-06-25-e6c749c1e4a3803691d69a6447bddb90