বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের '' প্রকল্প কার্যক্রম'' বিষয়ে এইচএলপি পিএমইউ সদস্য এবং প্রজেক্ট স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দের সাথে ৩য় পিএসসি সভা ০৬ জুলাই, ২০২১ অনলাইন জুম প্লাটফর্মের মাধ্যমে সফল ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত পিএসসি সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব-জনাব হেলালুদ্দীন আহমেদ। পিএসসি সভায় আরো যুক্ত ছিলেন এনআইএলজির মহাপরিচালক, জনাব সালেহ আহমেদ মোজাফফর, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এবং পরিচালক প্রশিক্ষণ ও পরামর্শ মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া, ডেপুটি হেড অব মিশন, এম্বাসি অব সুইজারল্যান্ড, মিস কোরিন হেনহোজ পিগানানি, প্রোগ্রাম ম্যানেজার, এম্বাসি অব সুইজারল্যান্ড, জনাব সাইদুর রহমান মোল্লা এবং প্রকল্প স্টিয়ারিং কমিটি (পিএসসি) এর অন্যান্য সদস্যবৃন্দসহ এইচএলপি’র প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এর সদস্যবৃন্দ।