বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় এনআইএলজিতে অনুষ্ঠিত বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাচের ইউপি সচিবদের অংশগ্রহনে সাতক্ষীরা জেলায় “পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সফর” সম্পন্ন।
প্রকাশন তারিখ
: 2022-06-05
জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভালো শিখন চিহ্নিত করা হয়েছে। চিহ্নত ভালো শিখনগুলো সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন ও পরবর্তীতে সেগুলো নিজ এলাকায় রূপায়ন/বাস্তবায়নের লক্ষ্যে “বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ” প্রকল্পের আওতায় এনআইএলজি’তে অনুষ্ঠিত ইউপি সচিবদের বুনিয়াদী প্রশিক্ষণে ভালো ফলাফল অর্জনকারী প্রশিক্ষণার্থীগণের জন্য ০২ – ০৪ জুন , ২০২২ খ্রি. পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদে “পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সফর” আয়োজন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদের উল্লেখযোগ্য ভালো শিখন:
- শিশু-বান্ধব বাজেট
সহকারি প্রকল্প পরিচালক জনাব মোঃ ইমরানুর রহমান এর সভাপতিত্বে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহণ করেন প্রকল্পের লার্নিং এন্ড এডভোকেসী এসোসিয়েট এস. এম. রুহুল আবরার, ফাইন্যান্স এসোসিয়েট জনাব এ.বি.এম. ওবায়দুল হক সহ এই সফরে অংশগ্রহণ করেন জনাব মোঃ জাহিদুল ইসলাম-প্রোগ্রাম ম্যানেজার ব্রেকিং দ্য সাইলেন্স এবং ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিসের ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম প্রমুখ।
পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সফরে নির্বাচিত ২০ টি ইউনিয়ন পরিষদের সচিববৃন্দও অংশগ্রহণ করেন। অভিজ্ঞতা বিনিময় সফরে ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ সরাসরি ভালো শিখনগুলো সম্পর্কে অভিজ্ঞতা অজর্নের পাশাপাশি পরবর্তীতে উক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে স্ব স্ব ইউপি’তে ভালো শিখন বাস্তবায়ন করার অশাবাদ ব্যক্ত করেন।