Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২১

২৫-০৯-২০২১ তারিখে ময়মনসিংহ সদর উপজেলায় এইচএলপির উপজেলা কর্মশালা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2021-09-25

‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ স্থানীয় সরকার বিভাগের আওতায় সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। ময়মনসিংহ সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নির্ধারিত সংখ্যক সদস্য ও ইউপি সচিবগণের অংশগ্রহণে দিনব্যাপী ‘এইচএলপি-উপজেলা কর্মশালা’ ২৫-০৯-২০২১ ইং তারিখে সফলভাবে সম্পন্ন হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সালেহ আহমদ মোজাফফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আশরাফ হোসাইন। কর্মশালায় সভাপতি এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. সাইফুল ইসলাম।

 

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পারভেজুর রহমান, প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জনাব মো. ইমরানুর রহমান, মনিটরিং ও ইভালুয়েশন এসোসিয়েট জনাব রাইয়ান সাব্বির এবং ফাইন্যান্স এসোসিয়েট জনাব এ.বি.এম. ওবায়দুল হক। ময়মনসিংহ বিভাগে ওয়াটার এইড বাংলাদেশ এবং স্থানীয় উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠান ‘বাসা’ এর মাধ্যমে প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রমগুলো বাস্তবায়ন হচ্ছে।

 

পরবর্তীতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভালো শিখনগুলো উপস্থাপন, গ্যালারী ওয়াক এবং উন্মুক্ত ভোটিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক ভালো শিখন নির্বাচন করা হয় যেগুলো উপজেলা পরিষদের পরবর্তী সমন্বয় সভা এবং ইউনিয়ন পরিষদের মাসিক সভায় উপস্থাপন ও আলোচনা করা হবে। পরিশেষে নির্বাচিত ভালো শিখনগুলো পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনময় সফর পরিকল্পনার মাধ্যমে এ কর্মশালার কার্যক্রম সমাপ্ত হয়।