”বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) ও সুশীলন এর সহযোগিতায় বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মশালা ১৯-০৮-২০২১ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে আয়োজনটি সমৃদ্ধ করেছেন জনাব সালেহ আহমদ মোজাফফর, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল হাই সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট, বটিয়াঘাটা, খুলনা। ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন বাংলাদেশে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মনিকা মিত্র, সহকারী প্রকল্প পরিচালক জনাব মোঃ ইমরানুর রহমান। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন এবং চঞ্চলা মন্ডল। বটিয়াঘাটা উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যসহ মোট ৫০ জন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন এছাড়াও সরাসরি পিএমইউ ইউনিট থেকে যুক্ত হয়েছিলেন প্রকৌশলী মোঃ নাজমুল হুদা মাসুদ এবং এস. এম. রুহুল আবরার।
কর্মশালার শুরুতে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুশীলনের উপ- পরিচালক মোঃ রফিকুল হক।
কর্মশালায় ৭টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থাপিত ২০ টি ভাল শিখনগুলোর মধ্যে থেকে সেরা ৫টি ভাল শিখন ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। এগুলো হলঃ
১. ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাল খনন ও বাঁধ নির্মাণ।
২. কাঠের ব্রীজ নির্মাণ।
৩. করোনাকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে জনগণকে সেবা প্রদান।
৪. নদী ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ।
৫. উন্নয়ন মেলা।