Wellcome to National Portal
  • 2024-08-13-06-07-a5340c55e93aec292800e400d9d94d1f
  • 2024-08-13-06-08-4c5ea91c974ec3d49deb457cb2ce6295
  • 2024-08-13-06-09-040ed2cbe98304a3bb1cd8854374f02c
  • 2024-08-13-06-14-c861dcdc3dd6585b79f3160f544bd1eb
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মার্চ ২০২১

এইচএলপি প্রকল্প প্রাতিষ্ঠানিকীকরণের রোড ম্যাপ উন্নিতকরণ এবং ইউপি সচিবদের অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন


প্রকাশন তারিখ : 2021-03-02

এইচএলপি প্রকল্প প্রাতিষ্ঠানিকীকরণের রোড ম্যাপ উন্নিতকরণ এবং ইউপি সচিবদের অভিজ্ঞতা বিনিময় সফর সফলভাবে বিগত ‍১লা মার্চ টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা রিসোর্টে সম্পন্ন হয়েছে। কর্মশালাটি ২৬ ফেব্রুয়ারী ২০২১  বিকাল ৩:০০ ঘটিকায় যুগ্ম-সচিব ও এইচএলপির প্রকল্প পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন ভূঞার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। উক্ত কর্মশালায় প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এইচএলপি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ও এইচএলপি ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম; এইচএলপি বিশেষজ্ঞ এবং সরকারের যুগ্ম সচিব ও মাননীয় রেলমন্ত্রীর একান্ত সচিব জনাব মো: আতিকুর রহমান; স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মুহাম্মদ আমিন শরীফ এবং এইচএলপি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোঃ আওলাদ হোসেন এবং সহযোগী সংস্থার প্রতিনিধিরা এইচএলপির প্রাতিষ্ঠানিকীকরণ সম্পর্কিত মূল্যবান পরামর্শ দেন। এই কর্মশালাটি বাংলাদেশে এইচএলপি’র প্রাতিষ্ঠানিকীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এইচএলপি’র উপ-প্রকল্প পরিচালক জনাব মনিকা মিত্র কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা দেন এবং এইচএলপি প্রকল্পের প্রাতিষ্ঠানিকীকরণে অংশগ্রহণকারীদের কাছ থেকে সুচিন্তিত মতামত প্রত্যাশা করেন। কর্মশালায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিব, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, এইচএলপির সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, এইচএলপি বিশেষজ্ঞ, এসডিসি পরামর্শদাতা এবং প্রকল্প পরিচালনা ইউনিটের কর্মকর্তারা অংশ নেন। এইচএলপি’র উপদেষ্টা ও এসডিসির পরামর্শক - জনাব সান্তনু লাহিড়ী এর দিকনির্দেশনায় বাংলাদেশে এইচএলপি কার্যক্রমকে প্রাতিষ্ঠানিকীকরণের কৌশল সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ২৮ শে ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দে ইউপি সচিবদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সফর আয়োজন করা হয় সখিপুর উপজেলার কাকরজান ইউপি এবং সখিপুর পৌরসভায়। উক্ত অভিজ্ঞতা বিনিময় সফরে বাসাইল পৌরসভার মেয়র অংশগ্রহণ করেন এবং নিজ পৌরসভায় ভাল শিখন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হন। অংশগ্রহণকারীরা এই ভাল শিখনগুলো সম্পর্কে জানতে পেরে খুব আনন্দিত এবং তারা তাদের ইউপি এবং পৌরসভায় এই ভাল শিখনের প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

2021-03-02-23-42-2deda6752c62318522b69e4a0309200e 2021-03-03-13-13-81b9adc51b206d506452f4fd30bc8259

  2021-03-03-10-03-cd7f6e5c1f8968eadc1c25f3fd9e1992 2021-03-03-12-21-d4d8663bb2068580afa0fa9a6a3e0556 2021-03-03-12-44-45f5a09510e4d7a4b6bbfd4dd00a58e1

 2021-03-02-23-44-2c673ac88fab1ab88e1d61d9943a6cc4 2021-03-02-23-49-4a118eef0a712d38ccb6e23f97c1919d

2021-03-02-23-46-54c40d9e40b0ddd52eaff306462b7072 2021-03-02-23-46-9eb80b3b1674eb4077af99daf0263aae

2021-03-03-10-03-6aeb5e9486839d5d19c19e3240494df9 2021-03-03-10-24-31792b7322e362baa65c94f9fc612896

2021-03-02-23-44-b0489c1ca5d683c6bace34153f3ab30a 2021-03-03-12-34-3215ae795259d03851c274dea0fa873f

2021-03-02-23-47-e265c5fe8c8bd42729e918bff52f1729 2021-03-02-23-48-885e8d3c86b1436b64070235a906f030

2021-03-02-23-49-6a269829248f5209006e9a8393178758 2021-03-02-23-54-f9a6bb58c52af3c089c21146b7bde379

2021-03-02-23-49-022acd76ad169dea369331b9e5426977 2021-03-02-23-50-ff19eb204ef34f4340fd8064d1efa189